- বিমল চন্দ্র ঘোষ

হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া, সাতক্ষীরা। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিকাশের অন্যতম অঙ্গন এ বিদ্যাপীঠ। বিদ্যালয়টি ১ জানুয়ারি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। আমি অত্র বিদ্যালয়ে বিগত ২৩/১১/২০২২ তারিখে প্রধান শিক্ষক পদে যোগদানের পর থেকে গুণগত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। শিক্ষা উন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। পরিত্যক্ত দ্বিতল ভবনের স্থলে জাইকা ফাউন্ডেশনের অর্থায়নে বিদ্যালয়ের অফিস কক্ষ নির্মাণ করতে সক্ষম হয়েছি। আপনার সন্তানকে বাস্তবমুখী ও যুগোপযোগী শিক্ষাদানের জন্য হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় বদ্ধপরিকর। আপনার সন্তানকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করে সুষ্ঠ শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সহযোগিতা করুন। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে শত শত ছাত্র ছাত্রী তাদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রিয় ছাত্র ছাত্রীদের প্রতি আমার নির্দেশনা, তোমরা সততা, ন্যায় পরায়ণতা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে নিজেদেরকে গড়ে তুলবে। আমি এ বিদ্যলয়ের উত্তরোত্তর সাফল্য ধরে রাখার জন্য শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
(বিমল চন্দ্র ঘোষ)
প্রধান শিক্ষক
হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়